রাজহাঁসের বাচ্চার দাম কত ২০২৫

রাজহাঁসের বাচ্চার দাম অনেকেই জানতে চান। কেউ ব্যবসার উদ্দেশ্যে, আবার কেউ শখের বশে পালন করতে চান। তবে যে কারণেই পালন করেন না কেন, রাজহাঁসের বাচ্চার দাম জানা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আগে রাজহাঁস পালনকে অনেকেই শুধু শখ হিসেবে দেখতেন। কিন্তু বর্তমানে এটি একটি লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। বিশেষ করে গ্রাম এলাকায় হাঁস ও রাজহাঁস পালন করে অনেকেই ভালো আয় করছেন। রাজহাঁসের মাংস ও ডিমের চাহিদা দিন দিন বাড়ছে। আর সেই সঙ্গে বাড়ছে রাজহাঁসের বাচ্চার চাহিদাও। তাই আজকের এই পোস্টে আমরা জানবো রাজহাঁসের বাচ্চার দাম কত এবং বর্তমানে বাজারে এর রেট কেমন চলছে।

রাজহাঁসের বাচ্চার দাম কত

রাজহাঁসের বাচ্চার দাম আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এর প্রধান কারণ হলো হাঁস পালনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। পাশাপাশি উন্নত জাতের বাচ্চার চাহিদাও অনেকটাই বেড়েছে। নিচে বয়স অনুযায়ী গড় দাম দেওয়া হলোঃ

বয়স গড় দাম (প্রতি পিস)
১ দিনের বাচ্চা ৪২০ – ৪৫০ টাকা
৭ দিনের বাচ্চা ৪৬০ – ৪৮০ টাকা
১৫ দিনের বাচ্চা ৫৩০ – ৫৬০ টাকা
১ মাসের বাচ্চা ৬২০ – ৬৫০ টাকা
দেড় মাসের বাচ্চা ৬৬০ – ৬৯০ টাকা

এই দামের মধ্যে স্থানীয় বাজার, খামারের অবস্থান ও জাতভেদে তারতম্য থাকতে পারে।

১ দিনের হাঁসের বাচ্চার দাম

রাজহাঁসের ১ দিনের বাচ্চা সাধারণত সবচেয়ে কম দামে পাওয়া যায়। কারণ এই সময়েই খামারিরা সেগুলো কিনে পালন করা শুরু করে দেন। তবে উৎস বা জায়গাভেদে দাম কিছুটা ভিন্ন হতে পারে ।

গড় দাম প্রতি পিসঃ

  • স্থানীয় হাটে: (৪৫০–৪৭০) টাকা
  • পল্লী/লোকাল হাঁস খামার: (৪২০–৪৫০) টাকা
  • ব্রিডিং সেন্টার/হ্যাচারি: (৪৪০–৪৬০) টাকা
  • অনলাইন মার্কেটপ্লেস: (৫৫০–৬০০) টাকা (ডেলিভারি চার্জসহ)
  • পাইকারি হাটে: (৪১০–৪৪০) টাকা (২৫+ পিস একসাথে)

টিপসঃ অনলাইনে কিনলে অবশ্যই বিক্রেতার রিভিউ দেখে কিনুন এবং ক্যাশ অন ডেলিভারি বেছে নিন প্রতারণা এড়াতে।

রাজহাঁসের দাম কত?

রাজহাঁস পুরোপুরি বড় হলে বাজারে বিক্রি করলে প্রতিটি হাঁস থেকে ভালো পরিমাণ টাকা আয় করা যায়। সাধারণত একেকটি রাজহাঁসের দাম ৮৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই দাম বয়স, ওজন এবং জাতভেদে ভিন্ন ভিন্ন হয়।

সাধারণভাবে দাম হয়ঃ

  • স্ত্রী রাজহাঁস: ৮৫০ – ১০০০ টাকা
  • পুরুষ রাজহাঁস (বড়): ১০০০ – ১২০০ টাকা

প্রজননক্ষম (ডিম পাড়ার উপযোগী) হাঁস থাকলে তখন এর দাম আরও বেশি হয়। অনেক সময় খামারিরা উন্নত জাতের হাঁস ১৩০০–১৫০০ টাকা পর্যন্ত বিক্রি করেন।

রাজহাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়

রাজহাঁসের বাচ্চা পাওয়া যায় এমন বিভিন্ন উৎস নিচে দেওয়া হলোঃ

  • স্থানীয় হাঁস বা পশুর হাট: আপনি এখান থেকে সরাসরি বাচ্চা কিনলে স্থানীয় জাত ও পরিবেশের সঙ্গে খাপ খায় এমন হাঁস কিনতে পারবেন।
  • হাঁস/রাজহাঁস পালনকারী খামার (ব্রিডিং সেন্টার): যারা বিশেষভাবে হাঁস উৎপাদন করেন, তারা ভালো মানের বাচ্চা সরবরাহ করেন।
  • অনলাইন মার্কেটপ্লেস(Facebook পেজ/হ্যাচারি পেজ): ফেসবুকের হাঁস পালন গ্রুপ বা হ্যাচারি পেজ থেকে অর্ডার করে বাচ্চা নিতে পারেন, তবে সতর্ক থাকতে হবে।
  • কৃষি প্রদর্শনী বা মেলা: বছরে কেয়কবার কৃষি মেলায় হাঁসের বাচ্চা বিক্রি হয়, যেখানে অনেক ব্রিডার একসাথে থাকে। চাইলে সেখান থোকেও কিনে নিতে পারবেন।
  • খামারি গ্রুপে অর্ডার দিয়ে: স্থানীয় খামারিদের গ্রুপ থেকে অর্ডার দিলে প্রয়োজনমতো পরিমাণে বাচ্চা পেতে পারেন ফলে মান নিয়ন্ত্রণ সহজ হয়।

টিপস: অজানা উৎস থেকে কেনার আগে বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা করুন এবং পরিচিত বা ভালো রিভিউ ওয়ালা বিক্রেতা থেকে কিনুন।

শেষ কথা

রাজহাঁসের বাচ্চা পালন এখন শুধু শখের মধ্যেই সীমাবদ্ধ নেই। চাইলে এটিকে একটি লাভজনক খামারে পরিণত করতে পারবেন। তবে এর জন্য দরকার সঠিক তথ্য ও বাজার সম্পর্কে ভালো ধারণা। যদিও রাজহাঁসের বাচ্চার দাম অনেক বেড়েছে। তবে ভালো জাতের বাচ্চা নিয়ে নিয়মিত যত্ন নিলে সহজেই লাভজনক খামার গড়া যায়।

আরও দেখুনঃ
আজকের বাজারে সোনালী মুরগির দাম ২০২৫
টার্কি মুরগির ডিমের দাম কত? আজকে ১ হালি ডিমের দাম কত

Leave a Comment